গাজর মিষ্টি

Copy Icon
Twitter Icon
গাজর মিষ্টি

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 5
  • 2 গাজর টুকরো করে কাটা


  • 1 মুঠো কাজু কিসমিস


  • 6-5 টি কেশর দুধে ভেজানো


  • 2 টেবিল চামচ গুঁড়ো দুধ


  • 1 কাপ চিনি


  • 3 টেবিল চামচ ঘি


  • 1/2 কাপ জল


  • 8-10 টি আমন্ড বাদাম

Directions

  • টুকরো করা গাজর প্রথমে সামান্য জল দিয়ে সম্পূর্ণ বেটে নিতে হবে৷
  • এবার কড়াইতে ১টেবিল চামচ ঘি গরম করে তাতে প্রথমে কাজু ও কিশমিশ ভেজে নিতে হবে৷
  • এবার বাটা গাজর, দুধে ভেজানো কেশর, গুঁড়ো দুধ এবং স্বাদমতো চিনি দিতে হবে৷
  • এবার একদম আঁচ কমিয়ে দিয়ে সমানে নাড়তে হবে যতক্ষণ না একটা মন্ড তৈরি হয়৷
  • মন্ড তৈরি হয়ে গেলে গ্যাস অফ করে দিতে হবে এবং গাজরের মন্ড নামিয়ে নিতে হবে৷
  • গাজরের মন্ড টি ঘরের উষ্ণতায় আসলে হাতে ঘি লাগিয়ে ছোটো ছোটো গাজরের আকার দিতে হবে ও মাথায় আমন্ড বাদাম আটকে দিতে হবে৷